ছাত্রদলকে অযোগ্য ঘোষণার দাবি

ঢাকা বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে গতকাল মঙ্গলবার। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হল অফিস থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। প্রথম দিন প্রধান ছাত্র সংগঠনগুলোর কোনো নেতাকর্মী মনোনয়নপত্র নেননি। স্বতন্ত্র প্রার্থীরাই এদিন মনোনয়নপত্র নিয়েছেন। জানা গেছে, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ এখনো প্যানেল চূড়ান্ত করতে পারেনি। দলীয় প্রধান শেখ হাসিনা জার্মানি সফর শেষে দেশে ফিরলেই প্যানেল চূড়ান্ত করার কথা রয়েছে সংগঠনটির। অন্যদিকে আবাসিক হলের বাইরে ভোটকেন্দ্র স্থাপনসহ সাত দফা দাবিতে অনড় রয়েছে বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদল। এখন পর্যন্ত প্রশাসন কোনো দাবিই না মানায় মনোনয়নপত্র নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে গণমাধ্যকে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান। আগামী শুক্রবার মনোনয়নপত্র নেবেন বলে জানিয়েছেন বাম ছাত্র সংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্রঐক্যের নেতারা। গতকাল বিশ্ববিদ্যালয়ের ১৮ হলের মধ্যে ১০টি থেকে প্রায় ৩০ শিক্ষার্থী ডাকসু ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে জিয়াউর রহমান হলে ৭ জন, মুহসীন হল, জহুরুল হক হল ও সূর্যসেন হলে ৫ জন করে, সলিমুল্লাহ মুসলিম হল ও শামসুননাহার হলে দুজন করে, বিজয় একাত্তর হল, অমর একুশে হল, বঙ্গবন্ধু হল ও সুফিয়া কামাল হলে একজন করে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ডাকসুর প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক এসএম মাহফুজুর রহমান বলেন, প্রথম দিন কতজন মনোনয়নপত্র নিয়েছেন সে হিসাব এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। প্রতি তিন দিন পর পর তা জানাতে হল প্রশাসনকে বলা হয়েছে। ছাত্রদলকে অযোগ্য ঘোষণার দাবি ডাকসু নির্বাচনে ছাত্রদলকে অযোগ্য ঘোষণাসহ চার দফা দাবিতে গতকাল সকালে ঢাবি উপাচার্য ড. আখতারুজ্জামানকে স্মারকলিপি দিয়েছে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম পরিষদ। দফাগুলো হলো-প্রতিটি হল সংসদে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক পদ সংযোজন, শিবিরকে নিয়ে মধুর ক্যান্টিনে প্রবেশের অভিযোগে ছাত্রদলকে নির্বাচনে অযোগ্য ঘোষণা, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, ঢাবি ভিসিকে অবমাননার অপরাধে জড়িতদের ভর্তি বাতিল করে দ্রুত বিচার এবং ভিসির বাসভবনে হামলাকারী ও উসকানিদাতাদের আইনের আওতায় আনা। উপাচার্য স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি দেখার আশ্বাস দেন। ভোটকেন্দ্র হলে রাখার পক্ষে বাস রুটের নেতারা ভোটকেন্দ্র আবাসিক হলে রাখার পক্ষে মত দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত বাস রুটের নেতারা। গতকাল সকালে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তারা। বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের পরিবহনে নিয়োজিত সব বাসে গঠিত কমিটি নিয়ে সম্মিলিতভাবে এ প্ল্যাটফর্ম করা হয়েছে। তবে ভোটকেন্দ্র হলে রাখার পক্ষে সিদ্ধান্ত ঘোষণার আগে বাসগুলোয় নিয়মিত চলাচলকারী শিক্ষার্থীদের মতামত না নেওয়ার অভিযোগ উঠেছে। অবশ্য এই কমিটির সমন্বয়ক রাকিব হাওলাদার জানিয়েছেন, ছাত্রলীগের সঙ্গে তাদের এ বিষয়ে কয়েক দফা বৈঠক হয়েছে। গত সোমবার রাতেও ছাত্রলীগের সঙ্গে বৈঠক হয় বাস কমিটিগুলোর নেতাদের। লিখিত বক্তব্যে ফাল্গুনী বাস কমিটির সভাপতি নুর মোহাম্মদ বলেন, ডাকসু নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয়ের আবাসিক-অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে। অনাবাসিক শিক্ষার্থীদের নির্ভয়ে হলে গিয়ে ভোটদানের সার্বিক পরিবেশ আছে বলে আমরা মনে করি। সংবাদ সম্মেলনে তারা পরিবহন সংক্রান্ত কিছু দাবিও জানান।