গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের চারদিন পর রিয়াদ শিকদার (৩০) নামে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও এলাকার ফুলেশ্বরী খেয়াঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই ব্যক্তি কালীগঞ্জ পৌর এলাকার মূলগাঁও (চরপাড়া) গ্রামের বাসিন্দা। এদিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর মিয়া জানান, বেশ কিছুদিন থেকে নিহতের ভাই রিফাত শিকদার মূলগাঁও এলাকায় তাদের জমির পাশে শীতলক্ষ্যা নদীর তীর থেকে মাটি বিক্রি করে আসছিলেন। রোববার ভোর সাড়ে ৫টার দিকে রিয়াদ ও তার তিন স্বজন দুলাল, রূপম ও আইয়ুব শ্রমিকদের মাটি কাটা তদারকি করতে যান। এদিকে তাদের মাটি কাটার বিষয়টি টের পেয়ে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই ) রেজাউল করিম সেখানে অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তারা পালিয়ে গেলেও পাঁচজন মাটি কাটা শ্রমিককে আটক করে পুলিশ। কিন্তু অভিযানের সময় রিয়াদ পুলিশের হাত থেকে রক্ষা পেতে নদীতে ঝাঁপ দেন। এরপর তাকে খুঁজে পাওয়া না গেলে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। কিন্তু পরে স্থানীয় লোকজনসহ ডুবুরি দল অনেক চেষ্টা করেও রিয়াদকে আর খুঁজে পায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে এলাকাবাসী ফুলেশ্বরী খেয়াঘাট এলাকায় রিয়াদের ভাসমান লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে।এর আগে নিহতের শাশুড়ি পারভিন আক্তার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রায় আধাঘণ্টা পর এসআই রেজাউল করিম বাদী হয়ে সরকারি জমি থেকে মাটি চুরির অভিযোগে রিয়াদসহ ১২ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...