র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৭ মামলার আসামি নিহত

রাজধানীর শ্যামলী এলাকায় মাদক উদ্ধার অভিযানের সময় র‌্যাব-২ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মেহেদি হাসান (৩২) নামে ১৭ মামলার এক আসামি নিহত হয়েছেন। এ সময় দুজন র‌্যাব সদস্য আহত হয়েছেন। আজ বুধবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে মেহেদি হাসানের বিস্তারিত পরিচয় জানা যায়নি। র‍্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সূত্র জানিয়েছে, নিহত মাদক ব্যবসায়ী মেহেদি ১৭ মামলার আসামি। তিনি শীর্ষ মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে গুলিসহ বিদেশি রিভলবার ও বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়।