লালমনিরহাট সদর উপজেলায় সিএনজি চালিত একটি অটোরিকশাকে বাসের ধাক্কায় পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি আইরখামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে দুই নারী (৩৫), এক শিশু (৫) এবং দুজন পুরুষ রয়েছে। পুলিশ জানিয়েছে, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাসটি বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি পাশের খাদে পড়ে যায়। এতে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাত জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম ও লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। তবে কুড়িগ্রাম হাসপাতালে নেওয়ার পথে এক শিশুর মৃত্যু হয়। এ ছাড়া কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারীর (৩৫) মৃত্যু হয়। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ করেছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...