কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত

চট্টগ্রামে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে ডবলমুরিং থানার দনিয়ালাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. সগীর (৪২) ও তার ছেলে মো. জোনায়েদ (১২)। সগীর মনসুরাবাদ এলাকায় মুদি দোকানি এবং ছেলে জোনায়েদ আগ্রাবাদ গণপূর্ত বিদ্যা নিকেতনের পঞ্চম শ্রেণির ছাত্র। ঘটনার সত্যতা নিশ্চিত করে ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মো. জহির হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি থানায় এনে রাখা হয়েছে।