কেমিক্যাল মালিকদের গুদাম না সরানো দুঃখজনক : প্রধানমন্ত্রী

বারবার অভিযানের পরও রাজধানীর পুরান ঢাকা থেকে কেমিক্যাল মালিকদের গুদাম না সরানো দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল ১০টার দিকে চকবাজারে ভয়াবহ আগুনে দগ্ধদের খোঁজখবর নিতে গিয়ে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল ১০টার দিকে দগ্ধদের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে যান প্রধানমন্ত্রী। এ সময় দগ্ধদের খোঁজখবর নিতে তাদের আত্মীয়-স্বজ‌নের স‌ঙ্গে কথা বলেন শেখ হাসিনা। এ ছাড়া রোগী‌দের অবস্থা নি‌য়ে ডাক্তা‌রদের স‌ঙ্গেও কথা বলেন তিনি। পরে সাংবাদিকদের শেখ হাসিনা বলেন, ‘যে ঘটনা ঘটে গেছে সেটা অত্যন্ত দুঃখজনক। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানাই। বারবার যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য সবাইকে সচেতন হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।’ এ সময় আগামীকাল রোববার আলোচনা করে একটি শোক দিবসের ঘোষণা দেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। বার্ন ইউনিট পরিদর্শণের সময় প্রধানমন্ত্রীর স‌ঙ্গে ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মা‌লেক স্বপন, প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসান, ঢাকা দ‌ক্ষি‌ণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, এমপি হাজী মো. সে‌লিম, ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. সামন্তলাল সেন, স্বাস্থ্য অ‌ধিদপ্তরের মহাপরিচালক (ডি‌জি) ডা. আবুল কালাম প্রমূখ।গত বুধবার রাতে চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ৬৭ জনের মৃত্যু হয়েছে। সে দিন সারা রাত জেগে থেকে প্রতি মুহূর্তের খোঁজখবর নেন সরকার প্রধান। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন তিনি। এ ছাড়া পরবর্তীতে নিহতদের পরিবারকে সহায়তা এবং আহতদের যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।