জ্বলন্ত সিগারেট মাঠে ফেলায় আগুন, পুড়ল ১০০ গাড়ি

ভারতের বেঙ্গালুরুতে একটি বিমান প্রদর্শনীর পার্কিং লটে সিগারেটের আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুরে এ ঘটনায় প্রায় ১০০টি গাড়ি পুড়ে গেছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জ্বলন্ত সিগারেট মাঠের ঘাসে ফেলায় তা থেকে আগুন ছড়িয়ে পড়ছে বলে ধারণা করছেন তদন্তকারীরা।  ওই বিমান প্রদর্শনীর জন্য সেখানে শতাধিক বিমান দাঁড় করানো রয়েছে। বর্ষীয়ান পুলিশ কর্মকর্তা এম এম রেড্ডি বলেন, ‘মাঠের শুকনো ঘাস এবং ঝড়ো হাওয়ার জন্য হু হু করে ছড়িয়ে পড়েছে আগুন। ওই মাঠেই দাঁড় করানো ছিল বহু গাড়ি।  প্রায় সবগুলো গাড়িই আগুনের করাল গ্রাসে পুড়ে গেছে। ঘটনাস্থলে তড়িঘড়ি উপস্থিত হয় দমকল বাহিনী। আপাতত আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে। বুধবার শুরু হওয়া এই পাঁচ দিনব্যাপী বিমান প্রদর্শনীটি শেষ হওয়ার কথা আগামী রোববার।