ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সড়ক দুর্ঘটনায় সুজনের চাপাইনবাবগঞ্জ শাখার সভাপতি সৈয়দ শাহজামাল ও তার মাইক্রোবাসচালক নিহত হয়েছেন। শনিবার ভোরে মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম পাওয়া যায়নি। বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, চাপাইনবাবগঞ্জ থেকে মাইক্রোবাসটি ঢাকার দিকে যাচ্ছিল। ভোর ৪টার দিকে মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া নামক এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটিকে পিছন থেকে অপর একটি অজ্ঞাত পরিবহন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সুশাসনের জন্য নাগরিক-সুজনের চাপাইনবাবগঞ্জ শাখার সভাপতি এডভোকেট সৈয়দ শাহজামাল ও চালক নিহত হন। আহত হন আরো ছয়জন। তিনি আরো জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...