দুর্ঘটনায় সুজন’র চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতিসহ নিহত ২

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় একটি মাইক্রোবাসের পেছনে অজ্ঞাত একটি পরিবহনের ধাক্কায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর চাপাইনবাবগঞ্জ শাখার সভাপতিসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ শনিবার ভোররাত ৪টার দিকে উপজেলার হাতিয়া এলাকার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-অ্যাডভোকেট সৈয়দ শাহজামাল এবং মাইক্রোবাসের চালক মোশারফ হোসেন। বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, চাপাইনবাবগঞ্জ থেকে মাইক্রোবাসটি ঢাকার দিকে যাচ্ছিল। রাত ৪টার দিকে উপজেলার হাতিয়া নামকস্থানে পৌঁছালে মাইক্রোবাসটিকে পেছন থেকে অপর একটি অজ্ঞাত পরিবহন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সুজনের চাপাইনবাবগঞ্জ শাখার সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শাহজামালসহ মাইক্রোবাসের চালক নিহত হয়। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।