বলিউডের এক সময়কার আবেদনময়ী অভিনেত্রী পূজা বেদি। অভিনয় ছেড়ে দিলেও এখনও খবরের পাতায় এঁটে আছেন লাস্যময়ী এই তারকা। প্রাক্তন এই অভিনেত্রী এবার দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলে খবর।
জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রেমিক মানেক কন্ট্রাকটরের সঙ্গে নিজের এনগেজমেন্ট সেরেছেন পূজা। নিজেদের বিশেষ মুহূর্তের ছবিগুলো টুইটারে শেয়ার করেন তিনি। বোম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে পূজা জানিয়েছেন, এই বছরের শেষের দিকেই বিয়ে করার পরিকল্পনা করছেন তারা। এর আগে ফারহান ফার্নিচারওয়ালাকে বিয়ে করেছিলেন পূজা। ২০০৩ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তার প্রথম ঘরে আলিয়া ও ওমর নামে দুজন সন্তান আছে। মেয়ে আলিয়া ফার্নিচারওয়ালা বর্তমানে বলিউডে অভিষেকের জন্য প্রস্তুতি নিচ্ছেন। পূজা-মানিক একেবারে স্কুল বেলার বন্ধু। মানেকের সঙ্গে আলাপ বিষয়ে পূজা জানান, তার বোর্ডিং স্কুলে পূজার থেকে তিন বছরের সিনিয়র ছিলেন মানেক। বন্ধুও ছিলেন। তিনি বলেন, ‘গত বছর মানেক একটি গ্রুপে গোয়াতে তার নতুন উদ্যোগ সম্পর্কে পোস্ট করেন এবং আমি সেখানে গিয়েছিলাম পর্যালোচনা করার জন্য। এভাবেই ফের নতুন করে আলাপ হয়।’ পূজা বেদি আরও বলেন, ‘আমার ডিভোর্স হয় ২০০৩ সালের ১৪ ফেব্রুয়ারি। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি এনগেজমেন্ট হলো। এর মাঝে আমার অনেক সম্পর্ক ছিল এবং আমার বাচ্চারা আমার সঙ্গে থাকা প্রত্যেক ব্যক্তিকেই পছন্দ করেছে। কিন্তু মানেকের ক্ষেত্রে বিষয়টি আলাদা। ওরা মানেককে ভালোবেসেছে এবং চায় সারাজীবন আমরা একসঙ্গে থাকি। মানেক একজন দারুণ খোলা মনের মানুষ, প্রেমিক, পার্সি পরিবারের মানুষ।’৪৮ বছরের এই অভিনেত্রী বলেন, ‘আমাদের বিয়ে এই বছরের শেষের দিকে অনুষ্ঠিত হবে, যখন আমরা আলিয়ার শুটিং এবং আমার ছেলে ওমরের কলেজের ছুটির তারিখ জানতে পারব।’ পূজা বেদি প্রবীণ অভিনেতা কবীর বেদি এবং প্রয়াত ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী প্রতিমার কন্যা। চলচ্চিত্রে আমির খানের ‘জো জিতা ওহি সিকন্দারে’ অভিনয় করেন তিনি। সুপরিচিত এই টেলিভিশন ব্যক্তিত্ব লেখকও।