নববধূর কাছ থেকে দামী উপহার পেলেন রাব্বী

জাতীয় দলের পেসার কামরুল ইসলাম রাব্বী গত শনিবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বাংলাদেশ নিউজিল্যান্ড সফরে থাকায় খেলার বাইরে ছিলেন তিনি। এই ফাঁকে শুভ কাজটা সেরে নিলেন রাব্বী। বিয়ের পর নববধূর কাছ থেকে একটি আইফোন উপহার পেয়েছেন রাব্বী। এ খবর ফেসবুকে নিজেই জানিয়েছেন জাতীয় দলের এ পেসার। আইফোনের বক্সের ছবি দিয়ে রাব্বী লিখেন, ‘অ্যানভার্সারি গিফট ফ্রম মাই ওয়াইফ।’ বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ত্রীর সঙ্গে একটি ছবিও পোস্ট করেন রাব্বী। সেখানে ভক্তদের  অভিনন্দনের বন্যায় ভাসছেন তিনি। রাব্বীর বিয়ের যাবতীয় কার্যক্রম হয় নিজের জন্মস্থান বরিশালে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাশ করেছেন তার স্ত্রী তাসনিয়া আনোয়ার।