‘বাড়ির নিচে এত কেমিক্যাল, ভাবতেও পারিনি’

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া সেই ‘ওয়াহেদ ম্যানশন’র আন্ডার গ্রাউন্ডের কেমিক্যাল সরিয়ে নেওয়া হচ্ছে। আজ শনিবার দুপুর থেকে পৌনে বিকেল ৪টা পর্যন্ত তিন ট্রাক কেমিক্যাল বের করে নিয়ে  যাওয়া হয়েছে। এখনো বের করা হচ্ছে কেমিক্যালের জার, কন্টনার ও বস্তা। এ কাজে একযোগে সহায়তা করছে ফায়ার সার্ভিস, পুলিশ ও সিটি করপোরেশন। এদিকে, ভবনের নিচে থাকা কন্টিনার সরানোর খবর পেয়ে সেখানে ভীড় জমাচ্ছেন শত শত মানুষ। উৎসুক এসব জনতাকে ঠেকাতে হিমসিম খাচ্ছেন ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা। মজুদ চুড়িহাট্টায় দেখতে আসা জাহিদুল ইসলাম নামের এক ব্যক্তি’গতকাল থেকে শুধু টিভিতে দেখছি। তাই আজ নিজের চোখে দেখতে এলাম। চুড়িহাট্টার বাড়ির নিচে এত কেমিক্যাল সেটা, ভাবতেও পারিনি।’ শাহিনুর রহমান নামের এক ব্যক্তি বলেন, ‘পুরান ঢাকার এই এলাকায় আমি ৩ বছর ধরে ভাড়া থাকি। পাশের বাড়িগুলো চেক করলে অনেক বাড়িতেই এমন কেমিক্যাল গোডাউন পাওয়া যাবে। তারা নিচে বোমার মতো কেমিক্যাল রেখে উপরে আরামে ঘুমায়।’ চকবাজারের দায়িত্বপালনকারী ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, ‘এই ভবনের অ্যান্ডার গ্রাউন্ড থেকে বের করা কেমিক্যালের হিসাব ফায়ার সার্ভিস, পুলিশ এবং সিটি করপোরোশনের পক্ষ থেকে রাখা হচ্ছে। বেলা ৪টা পর্যন্ত তিন ট্রাক কেমিক্যাল বের করা হয়েছে আন্ডারগ্রাউন্ড থেকে। তবে পুরোপুরি কাজ শেষে না হওয়া পর্যন্ত এর সঠিক হিসাবটি বলা যাচ্ছে না।’ এর আগে ওয়াহেদ ম্যানশন পরিদর্শনের করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। গত বুধবার রাতে চকবাজারে চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। সরকারি তথ্য অনুযায়ী, এতে অন্তত ৬৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ৪৭ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।