কে জানত সংসারের একমাত্র উপার্জনক্ষম ছেলেটি আর ফিরে আসবে না মা-বাবার কাছে? অথচ মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও ফোন করেছিল বড় বোন হালিমার কাছে। জানতে চেয়েছিল আদরের ভাগিনার কথা। মাকে বলেছিল- ‘আমি একটু ব্যস্ত আছি মা, একটু পরে তোমার সঙ্গে কথা বলব।’ কিন্তু মাকে আর ফোন দেওয়া হয়নি সিদ্দিকের। আর কোনো কথা বলাও হবে না কোনো দিন। কারণ এটাই ছিল মায়ের সঙ্গে সিদ্দিকের শেষ কথা। চকবাজারের ভয়াবহ আগুনে পুড়ে অন্যদের সঙ্গে নিহত হয়েছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের আবু বকর ছিদ্দিক। ছোট বোন আমেনা এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছে। দুদিন আগেও ওর সঙ্গে ফোনে শেষ কথা হয় সিদ্দিকের। তখন সে বোনকে বলেছিল, ‘তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন, ভালো করে পরীক্ষা দিবি।’ অথচ কে জানত ছোট বোনকে নিয়ে আবু বকর সিদ্দিকের স্বপ্ন আর পূরণ হবে না কোনো দিনও। অথচ সংসারের অভাব মোচনে দুবছর আগে জীবিকার সন্ধানে পাশের বাড়ির জয়নাল আবেদিনের সঙ্গে রাজধানীর চকবাজারে পাড়ি জমায় আবু বকর ছিদ্দিক। অবশেষে একই ঘটনায় নিখোঁজ ইসমাইল হোসেনের কারখানার সামনে খুচরা মালের ব্যবসা শুরু করেন। আবুল হোসেনের বড় ছেলে ছিল ছিদ্দিক। তাই তো পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি আবু বকর ছিদ্দিককে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা-মা, ভাই-বোন পরিবারের সদস্যসহ প্রতিবেশী সবাই। একই ঘটনায় হাজীগঞ্জের একই ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ইসমাইল হোসেন (৭০) এখনো নিঁখোজ রয়েছেন বলে জানা গেছে। তার ওয়াহেদ টাওয়ারে প্লাস্টিকের দানার কারখানা ছিল। একই ঘটনায় নিহত হন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পৌরসভাধীন রুদ্রগাঁও গ্রামের আলিম উদ্দিন বেপারি বাড়ির মৃত চান মিয়ার ছোট ছেলে শামসুল হক (৭০)। তিনি চকবাজারের ওয়াহিদ টাওয়ারের নিচতলায় ৩০ বছর ধরে ডেকোরেটরের ব্যবসা করেন। দুই মেয়ের বিয়ের পর স্ত্রী মনোয়ারা বেগম ও ছেলে মাহবুবকে নিয়ে ঢাকার কেরানীগঞ্জে থাকতেন। ছেলেও বাবার সঙ্গে ব্যবসা দেখাশোনা করেন। আলাপকালে শামসুল হকের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ওইদিন সন্ধ্যার পর আমাকে ফোন করে বলে ‘আমাদের আসতে দেরি হবে।’ অথচ তিনি এলেন, আগুনে পুড়ে লাশ হয়ে। এদিকে চাঁদপুরের নিহত দুজনের লাশ বৃহস্পতিবার রাতে তাদের গ্রামের বাড়িতে নিয়ে আসেন স্বজনরা।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...