‘মা, আমার এই সার্কেটটা (সার্কিট) একটু পাল্টাইয়া দাও। আমি যেন দুইটা খাইতে পারি। আমি খাইয়া আরও কিছু দিতে চাই বাংলাদেশকে।’ হাসপাতালের বিছানায় শুয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উদ্দেশে এভাবেই কথাগুলো বলছিলেন লোকগানের জনপ্রিয় গায়ক কুদ্দুস বয়াতি। সম্প্রতি এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে, করুন কণ্ঠে বয়াতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি দেশের বিত্তবান মানুষের কাছেও সাহায্যের হাত বাড়িয়েছেন। অশ্রুভেজা নয়নে কুদ্দুস বয়াতি বলেন, ‘এদেশে বিত্তবান অনেকে আছেন যারা মনে করেন, কুদ্দুস বয়াতি দেশের জন্য কিছু করছে। একটু উপকার হইলেও পাইছি। আমি তাদের কাছেও বলবো, আমাকে বাঁচাইয়া রাখেন। আমি বাঁচতে চাই।’ নিজের অসুস্থতার প্রসঙ্গে বয়াতি জানান, গত ১৩-১৪ মাস ধরে তিনি অসুস্থ। কিছু খেতে পারছেন না, খাদ্যনালী বন্ধ হয়ে যায়। কিছু খেলেই তা মুখ দিয়ে বের হয়ে আসে। এমনকি তরল খাবারও। ১০-১২ বছর আগেও ডাক্তার তাকে বলেছিলেন, অপারেশন করার জন্য। কিন্তু সেসময় তিনি অপারেশন করাননি। তার শঙ্কা ছিল, অপারেশন করলে যদি তার গান গাওয়া বন্ধ হয়ে যায়। বয়াতি জানান, সুস্থ হয়ে গানে ফিরবেন মাইকেল কুদ্দুস হিসেবে। খাদ্যনালী ও ফুসফুসে সমস্যার কারণে গত রোববার কুদ্দুস বয়াতিকে রাজধানীর মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। তার উন্নত চিকিৎসার জন্য ৬০ থেকে ৭০ লাখ টাকার প্রয়োজন বলে জানান তার ছেলে আলমগীর কুদ্দুস, যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব না।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...