আন্তর্জাতিক নাট্য উৎসব উপলক্ষে কলকাতার মঞ্চে আজ মঞ্চায়িত হতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্বদ্যিালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নাটক ‘লোককইন্যা রূপবান’। ‘রবীন্দ্রনগর নাট্যায়ুদ’ আয়োজনে গত ২২ ফেব্রুয়ারি থেকে তিনদিনব্যাপী এ নাট্য উৎসবে অজিতেশ মঞ্চে ৫ম বর্ষ দমদম আন্তর্জাতিক নাট্য উৎসব, শম্ভু মিত্র ও বিজন ভট্টাচার্য নাট্য উৎসব শুরু হয়। নাট্য উৎসবের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান,জৈব-প্রযুক্তি মন্ত্রী শ্রী ব্রাত্য বসু।
নাট্য উৎসবের তৃতীয় দিনে আজ ২৪ শে ফেব্রুয়ারি সন্ধ্যা সাত’টায় মঞ্চায়িত হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্বদ্যিালয়ের থিয়েটারর অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের প্রযোজনায় নাটক ‘লোককইন্যা রূপবান’। নাটকটির নির্দেশনা দিয়েছেন ড. কামাল উদ্দিন । আবহমান বাংলা জনপ্রিয় লোককাহিনী রহিম-রূপবান কাহিনীর ছায়াবলম্বে নির্মিত হয়েছে লোককইন্যা রূপবান । এখানে প্রথমত জীবন যৌবনের দ্বান্দ্বিকতায় পড়ে রূপবান তার আপন যৌবনকে বিসর্জন দিয়ে জীবনকে জয়ী করেছিল । মুনীর অভিশাপে বার বছরের রূপবান বার দিনের রহিমকে বিয়ে করে বার বছর কাটায় নির্বাসনে। যৌবন প্রাপ্ত রহিম তাজেলের প্রেমে পড়ে রূপবানকে ছেড়ে চলে যেতে চায় । অন্তর জ্বালায় ভেঙ্গে পড়ে রূপবান । পরক্ষণে রহিম বিবাহিত জেনে তাজেল তাকে প্রত্যাখ্যান করে । রহিমের আত্ম-উপলব্ধির বীজ রোপিত হয়। অতপর রূপবানের সাথে আত্মিক সম্পর্ক গড়তে চায় । কিন্তু রূপবানের যৌবন রহিমকে ক্ষমা করতে পারে না । সে নিজেকে একজন মানুষ হিসেবে আবিস্কার করে ।