যুক্তরাষ্ট্রের পর এবার প্রতিবেশি দেশ কলম্বিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। গতকাল শনিবার সরকারপন্থীদের আয়োজিত এক বিশাল জনসমাবেশে এ ঘোষণা দেন তিনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কারাকাসে অনুষ্ঠিত ওই সমাবেশে মাদুরো জানান, ২৪ ঘণ্টার মধ্যে ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে কলম্বিয়ান কূটনীতিকদের। তার দেশের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপে সহযোগিতা করার কারণে কলম্বিয়ার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিক্রিয়ায় কলম্বিয়া বলছে, মাদুরো সরকারেরই যেখানে বৈধতা নেই, সেখানে তাদের কোনো নির্দেশও মানবে না দেশটি। এদিকে ব্রাজিল ও কলম্বিয়া সংলগ্ন ভেনেজুয়েলার সীমান্তবর্তী বিভিন্ন শহরে ত্রাণের দাবিতে বিক্ষোভ করছে মাদুরোবিরোধীরা। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণও গেছে অন্তত চারজনের। এ অবস্থায় মানবিক সংকট বিবেচনায় বিদেশি ত্রাণ প্রবেশের সুযোগ দিতে ভেনেজুয়েলার সেনাবাহিনীকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদো। কলম্বিয়া সীমান্তে যুক্তরাষ্ট্রের পাঠানো ত্রাণ গত কয়েক সপ্তাহ ধরে আটকে আছে। এসব ত্রাণ কোনোভাবেই ভেনিজুয়েলাতে প্রবেশ করতে পারবে না বলে প্রতিজ্ঞা করেছেন মাদুরো। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র এসব লোক দেখানো ত্রাণ পাঠানোর নামে ভেনিজুয়েলায় সামরিক অভ্যুত্থান ঘটাবে। তবে দেশটির বিরোধী নেতা হুয়ান গুয়াইদো জানিয়েছেন, যেকোনো প্রকারে কলম্বিয়া সীমান্ত দিয়ে ত্রাণ ঢোকাবে। এ নিয়ে গতকাল কলম্বিয়া সীমান্তে ভয়াবহ সংঘর্ষ বাঁধে। কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্তে ত্রাণ প্রবেশ নিয়ে সংঘর্ষের জেরে ২৮৫ জন আহত হয়েছেন, হাসপাতালে ভর্তি আছে ৩৭ জন। ভেনিজুয়েলার নিরাপত্তা বাহিনী এসব লোকের ওপর টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে বলে জানান তিনি।