জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ যৌক্তিক ক্ষতিপূরণ পায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ রোববার সকালে রাজধানীর হোটেল রুপসী বাংলার প্ল্যাটফর্ম অন ডিজাস্টার ডিসপ্লেসমেন্টের (পিডিডি) অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় যে পরিমাণ সহায়তার আশা করা হয়েছিল তা পাওয়া যায়নি, কথা রাখেননি দাতারা।’ জলবায়ু পরিবর্তনের বিষয়ে সচেতনতা তৈরি এবং ক্ষতিপূরণ আদায়ের বিষয়ে একটি প্ল্যাটফর্ম তৈরি এই আয়োজনের উদ্দেশ্য বলেও জানান তিনি। এ কে আব্দুল মোমেন বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে সুন্দরবনের যে ক্ষতি হয়েছে সেখান থেকেও বাংলাদেশ বড় অঙ্কের অর্থ প্রত্যাশা করে।’ তিনি আরও বলেন, ‘পাবলিক অ্যাওয়ারনেস বাড়ানো, গ্লোবাল অ্যাওয়ারনেস বাড়ানো। প্ল্যাটফর্মের কাজটা হচ্ছে, এই গ্লোবাল ডি-ইনভলম্বমেন্ট ডিসপ্লেসমেন্ট ইউটিলিটি ক্লাইমেট চেইঞ্জ। তা বড় রকমের সমস্যা। এটা পাবলিককে জানান দেওয়া। যাতে মানুষ সোচ্চার হয়।’
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...