ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের মহিলা ওয়ার্ডের বাথরুম থেকে এক দিন বয়সী এক মেয়ে শিশুকে উদ্ধার করা হয়েছে। ওই নবজাতককে উদ্ধারের পর নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউতে) ভর্তি করা হয়। আজ রোববার সকাল ৬টার দিকে তাকে মেডিসিন বিভাগের ৫০২ নম্বর ওয়ার্ডের মহিলা বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে এক রোগীর স্বজন বাথরুমে গিয়ে ওই নবজাতককে দেখতে পেয়ে খবর দেয়। এরপর দায়িত্বরত আনসার সদস্যসহ হাসপাতালের অন্যান্য কর্মীরা শিশুটিকে উদ্ধার করে। পরে তার শারীরিক অবস্থা দেখে এনআইসিইউতে ভর্তি করা হয়। শিশুটিকে এভাবে বাথরুমে ফেলে যাওয়ার বিষয়টি কর্তৃপক্ষ খতিয়ে দেখছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...