সাত দফা দাবি আদায়ে জাতীয়তাবাদী ছাত্রদল নেতারা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি (উপাচার্য) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। আজ রোববার দুপুর ১২টার দিকে তারা সেখানে অবস্থান নেন। এসময় তারা বিভিন্ন স্লোগানে খালেদা জিয়ার মুক্তির দাবিও করে। এর আগে, ডাকসু নির্বাচন নিয়ে সাত দফা দাবি জানিয়েছে ঢাবি ছাত্রদল। এসব দাবি লিখিত আকারে স্মারকলিপি হিসেবে বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে জমাও দিয়েছেন সংগঠনটির নেতারা। গত বৃহস্পতিবার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান বরাবর এই স্মারকলিপি জমা দেন।ছাত্রদলের প্রধান দাবি, ক্যাম্পাসে ন্যূনতম সকল ছাত্র সংগঠনের সহাবস্থান ও স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড করার অধিকার নিশ্চিত হওয়ার পর ডাকসু নির্বাচন আয়োজন করা। উল্লেখ্য, আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ২৬ ফেব্রুয়ারি মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ ও মনোনয়ন বাছাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি। যাচাই-বাছাইয়ের পর ৩ মার্চ হলের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে ১১ মার্চ (সোমবার) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত। দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...