দায় যেহেতু স্বীকার করেছেন, পদত্যাগ করুন : রিজভী

চকবাজার অগ্নিকাণ্ডে সাংবাদিকদের কাছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দায় স্বীকারের পর সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ‌‘সরকার চকবাজার ট্রাজেডির দায় এড়াতে পারে না’-ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন,‘‍আমি সরকারকে বলবো এই ঘটনার দায় যেহেতু স্বীকার করেছেন এখন পদত্যাগ করুন। স্বচ্ছ ভোট জালিয়াতির সাফল্যের মৌতাতে বুঁদ হয়ে থাকবেন না। দেশবাসীকে দয়া করে রেহাই দিন।’ আজ রোববার নয়াপল্টেনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন,‘ভোট ডাকাতির সরকারের জনগণের প্রতি কোনো জবাবদিহিতা না থাকায় খামখেয়ালি আচরণ করছে। এখনো সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়া হয়নি, তারা শুধু কথাই বলে যাচ্ছে। আগুন লাগা থেকে শুরু করে এ পর্যন্ত তাদের আচরণ হলো “রোম যখন পুড়ছিল নিরো তখন বাঁশি বাজাচ্ছিল” অবস্থার মতো।’ তিনি আরও বলেন,‘চকবাজারের চুড়িহাট্টায় রাতে যখন আগুন লাগে তখন মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শহীদ মিনারে যাওয়া উপলক্ষে রাত ১০টা থেকে শহীদ মিনারের আশেপাশের রাস্তাঘাট সব বন্ধ করে দেয় নিরাপত্তা বাহিনী। ভয়াবহ যানজটের কারণে সেখানে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে বাধাগ্রস্ত হয়। তাদের এহেন দায়িত্বহীন আচরণের কারণে মানুষের মূল্যবান জীবন ঝরে গেছে।’ চকবাজারে অগ্নিকাণ্ডে মানুষের আর্তচিৎকার,রাসায়নিক বিস্ফোরণের ভয়ঙ্কর শব্দ হচ্ছিল তার পাশেই পরিত্যক্ত কারাগারে বন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কথা জানান রিজভী। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়াকে যে পরিত্যক্ত কারাগারে অবরুদ্ধ রাখা হয়েছে তার চারপাশে রাসায়নিক বিস্ফোরকের ডিপো। চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানসন থেকে নাজিমউদ্দিন রোডে দেশনেত্রীর কারা প্রকোষ্ঠের দূরত্ব মাত্র দেড় থেকে দুই শত মিটার।’ প্রসঙ্গত, গত বুধবার পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ ও বিভীষিকাময় অগ্নিকাণ্ডে অন্তত ৬৯ জনের প্রাণহানি ঘটে। ঢাকা মেডিকেলে মরদেহ শনাক্ত করা যায়নি এখনও প্রায় ১৭ জনের। এছাড়া প্রায় অর্ধ শতাধিক মানুষ আহত অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।