রাজধানীর চকবাজারের প্রভাবশালীরা কেমিক্যাল ব্যবসায়ীদের সরকারের দেওয়া নির্দিষ্ট জায়গায় যেতে দেয়নি। আর এই প্রভাবশালী কারা? তাদের খুঁজে বের করা সংশ্লিষ্ট সংস্থাগুলোর উচিত ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আয়োজিত ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ পরিসংখ্যানের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। এইচ টি ইমাম বলেন, ‘প্রভাবশালীরা কেমিক্যাল ব্যবসায়ীদের তাদের জন্য সরকারের দেওয়া নিদিষ্ট জায়গায় যেতে দেয়নি। এই প্রভাবশালী কারা, তাদের খুঁজে বের করা উচিৎ ছিল সংশ্লিষ্ট সংস্থাগুলোর। কিন্তু তারা সেই কাজটি করতে পারেনি।’ তিনি অভিযোগ করে বলেন, ‘হাজারিবাগ থেকে ট্যানারি শিল্পকে সাভারে স্থানান্তরিত করা হলো, কিন্তু সেখানের পরিবেশের অবস্থা আপনারা জানেন? আগে বুড়িগঙ্গা নষ্ট করেছে, আর এখন ধলেশ্বরী নদী নষ্ট করছে।