প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে তরুণকে পুড়িয়ে হত্যা

প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে জ্যান্ত পুড়িয়ে মারা হলো তরুণকে। এ ঘটনায় ওই তরুণীসহ সাত জনকে আটক করেছে পুলিশ।  গতকাল শনিবার ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে ঘটেছে চাঞ্চল্যকর এই ঘটনা। নিহত তরুণের নাম রণজিৎ মন্ডল। দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার প্রেমিকার সঙ্গে দেখা করতে যান রণজিৎ।  সে সময় তাকে আটক করে তরুণীর পরিবারের সদস্যরা। সারা রাত মারধরের পর তার গায়ে পেট্রোল ঢেলে হত্যা করা হয়। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় খালি রাস্তায় কিছু পুড়তে দেখে সন্দেহ হয় পুলিশের।  পরে ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহসহ একটি মোবাইল পায় পুলিশ সদস্যরা। রণজিতের বড় ভাই সুরজিৎ ভুপাতিনগর থানায় মামলা করার পর ওই তরুণী, তার মা-বাবা, ভাইসহ তিন জনকে আটক করে পুলিশ। তরুণীর বাসা তল্লাশি করে কয়েকটি চিঠিও উদ্ধার করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মারধরের পর রণজিৎকে  জ্যান্ত পুড়িয়ে দেওয়া হয়।  কেন এই ঘটনা ঘটল তা জানার চেষ্টা করছে পুলিশ। অনেক দিন আগেই রণজিতের মায়ের মৃত্যু হয়েছে। বাবা দ্বিতীয়বার বিয়ে করার পর থেকে মামার কাছেই থাকতেন তিনি। শুক্রবার বাড়ি না ফেরায় তার মামাই পুলিশের দ্বারস্থ হন। এ ঘটনায় যাদের আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।