বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, মোল্লাতন্ত্রের জন্যই আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। জামায়াতে ইসলামীর নেতারা মানবতাবিরোধী অপরাধের জন্য ফাঁসিতে ঝুলেছে। তাদের দল এখন নিষ্ক্রিয়। তবে মোল্লাতন্ত্র এখনো রয়ে গেছে। মোল্লাতন্ত্র বাংলাদেশের সামনে এখনো বড় বিপদ হিসেবে অবস্থান করছে। তারা সম্প্রদায়ে সম্প্রদায়ে বিভেদ সৃষ্টি করছে। তারা নানাভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি গতকাল শনিবার দুপুরে পঞ্চগড়ের আহমদনগর এলাকায় সম্প্রতি আহমদিয়া মুসলিম জামাতের ওপর স্থানীয়দের হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে এ কথা বলেন। মেনন বলেন, আমি শুনেছিÑ এখানকার ঘটনার সঙ্গে হেফাজত ইসলামেরও যোগ রয়েছে। আহমদিয়াদের যদি অমুসলিম ঘোষণা করতে হয়, তা হলে আগাখানিদের আমরা কী বলব? শিয়াদের কী বলব? বাহাই নৃগোষ্ঠীদের কী বলব? এটি সম্পূর্ণ পাকিস্তান নিয়ন্ত্রিত জামায়াতে ইসলামীর কূটচেষ্টার সঙ্গে যুক্ত হয়ে নতুনরূপে আবির্ভূত হতে যাচ্ছে। পাকিস্তান আহমদিয়াদের অমুসলিম ঘোষণাসহ এমন কোনো কাজ নেই যা করেননি। পঞ্চগড়ের মানুষ শান্তিপ্রিয়, এটি বাইরে থেকে পরিকল্পিত আক্রমণ। এ সময় পঞ্চগড়-১ আসনের সাবেক সাংসদ নাজমুল হক প্রধান, ঠাকুরগাঁও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সাংসদ ইয়াসিন আলী, আহমদিয়া মুসলিম জামাতের নায়েব ন্যাশনাল আমির (গণসংযোগ ও বহিঃসম্পর্ক বিভাগ) আহমদ তবশির চৌধুরী, আহমদনগর আহমদিয়া মুসলিম জামাতের সভাপতি তাহের যুগলসহ আহমদিয়া সম্প্রদায় ও ওয়ার্কার্স পার্টির নেতারা উপস্থিত ছিলেন।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...