‘বিষাক্ত’ মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ১১৪

ভারতে আসামে ভেজালযুক্ত মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ১১৪ জনে দাঁড়িয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও শতাধিক মানুষ। ইতিমধ্যেই নষ্ট করে দেওয়া হয়েছে ১ হাজার ৫০০ লিটার দেশি মদ। আসামের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, প্রতি ১০ মিনিট পর পরই তারা নতুন নতুন জায়গা থেকে মৃত্যুর খবর পাচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী সার্ববানান্দ সোনাওয়াল ‘অবৈধ মদ বিক্রির সম্পূর্ণ নিষেধাজ্ঞা নিশ্চিত’ এবং ‘দোষীদের গ্রেপ্তার ও শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।  বিষাক্ত মদপানে নিহত প্রত্যেককে দুই লাখ এবং আহতদের চিকিত্সার ৫০ হাজার টাকা অনুদানের ঘোষণা দেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার গুয়াহাটি থেকে ৩১০ কিলোমিটার দূরে গোলাঘাটের চা বাগানে এ ঘটনা ঘটে। শতাধিক শ্রমিক সাপ্তাহিক বেতন পাওয়ার পর স্থানীয়ভাবে তৈরি দেশি মদ ‘হোচ’ পানে অসুস্থ হয়ে পড়েন।  নিহতদের মধ্যে অন্তত নয়জন নারী শ্রমিক ছিলেন। ওই ঘটনার পর চা বাগানটির নিকটবর্তী জুগিবাড়ি এলাকার ওই অবৈধ মদ প্রস্তুতকারক ফ্যাক্টরির দুই মালিকদের গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের নাম-ইন্দুকল্প বোরদোলাই ও দেবা বোরা বলে জানা গেছে। এদিকে এ ঘটনায় জড়িত থাকার অপরাধে আরও কয়েকজনকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। গোলাঘাট সরকারি হাসপাতালের চিকিৎসক দিলীপ রাজবংশী বলেন, ‘ভেজাল দেশি মদ’ খাওয়ার কারণেই শ্রমিকদের মৃত্যু হয়েছে। গত মাসে বিষ মদ খেয়ে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে মারা গিয়েছিল ১০০ জনের বেশি মানুষ।  তার দু’সপ্তাহের মধ্যেই ফের আসামে ঘটল এ ঘটনা।