লিজার ‘প্রাণ জুড়ে রেখেছি তোমায়’

নতুন মিউজিক ভিডিও নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে আসতে যাচ্ছেন এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী লিজা। গানের শিরোনাম ‘প্রাণ জুড়ে রেখেছি তোমায়’। জাহিদ আকবরের কথায় এর সুর-সংগীত করেছেন আরফিন রুমি। ভিডিও নির্মাণ করেছেন আবিদ হাসান। কণ্ঠশিল্পী লিজা বলেন, ‘“প্রাণ জুড়ে রেখেছি তোমায়” গানটি আমার দ্বিতীয় একক অ্যালবাম ”পাগলী সুরাইয়া”তে আমি ও রুমি ভাই (আরফিন রুমি) গেয়েছি। এটি প্রকাশ হয়েছিল ২০১৫ সালে। চার বছর পর আবারও সে গানটি নতুন করে গাইলাম। এবার একক কণ্ঠে। দারুণ একটি ভিডিও নির্মাণ করা হয়েছে।’ লিজা জানান, গানটি ভাষার মাস ফেব্রুয়ারির শেষ দিন অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি প্রকাশ হবে তার ইউটিউব চ্যানেলে।  এদিকে, স্টেজ শোর পাশাপাশি লিজা ব্যস্ত আছেন নতুন গানের কাজে। সম্প্রতি নকীব খানের সুর-সংগীতে ‘ওগো পূর্ণিমা চাঁদ, আকাশে তোমায় দেখি’ শিরোনামের একটি গান গেয়েছেন। এর কথা লিখেছেন ড. শোয়েব আহেমেদ। এছাড়াও রবিউল ইসলাম জীবনের কথায় আকাশ সেনের সুরে এবং সাজিদ সরকারের সংগীতে আরও একটি গানে কণ্ঠ দিয়েছেন লিজা। গানগুলো খুব শিগগিরই ধারাবাহিকভাবে প্রকাশ হবে বলে জানান তিনি।