সমালোচিত মডেল সানাই মাহবুব সুপ্রভার বাগদান সম্পন্ন হয়েছে গত শনিবার। আজ কক্সবাজার যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেন তিনি। কিন্তু এরই মাঝে আরও একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। খবরটি হলো- সানাই নাকি বিয়ের পিঁড়িতে বসছেন জাতীয় পার্টির মহাসচিব ও সংসদ সদস্য মো. মশিউর রহমান রাঙ্গার সঙ্গে। যদিও দুজনই বিষয়টাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। রোববার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বলেন, ‘আমি মশিউর রহমান রাঙ্গা সাহেবকে ব্যক্তিগতভাবে চিনি না। একটা উদ্বোধনী অনুষ্ঠানে শুধু রিবনই কেটেছি। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে এসেছিলেন। আমি গিয়েছিলাম সেলিব্রেটি মডেল হিসেবে। ব্যাস এটুকুই। কিন্তু কিছু মানুষ আমাদের একটি ছবি ভাইরাল করে গুজব ছড়াচ্ছে।’ এদিকে বিষয়টি নিয়ে সাবেক প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘সানাইটা আবার কে? হয়তো কোনো প্রোগ্রামে দেখা হয়েছিল কিন্তু ওকে আমি চিনি না। ফেসবুকে শুধুই গুজব ছড়ানো হচ্ছে।’ এ বিষয়ে সানাই আরও বলেন, ‘রাঙ্গা সাহেব আমাকে চিনতে না-ই পারেন। কারণ, তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তার অনেক কাজ আছে। গুরুত্বপূর্ণ একটি পদে আসীন তিনি। আমাকে চেনা না চেনা সম্পূর্ণ তার ব্যাপার। কিন্তু আমার হবু বর যেহেতু একজন সাবেক মন্ত্রী তাই সবাই রাঙ্গা সাহেবর সঙ্গে আমার নাম জুড়ে দিয়ে গুজব ছড়াচ্ছে।’
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সানাইয়ের বিয়ে বা বাগদানকে সম্পূর্ণ ভোগাস বলে নানাবিধ স্ট্যাটাস দিয়েছেন অনেকেই। এ ব্যাপারে সানাইয়ের কাছে জানতে চাইলে আমাদের সময় অনলাইকে তিনি বলেন, ‘দেখেন, যার যার পার্সপেক্টিভ থেকে তারা যা দেখে তা-ই বলে। আমার আকদ, হলুদ, বিয়ে বৌভাত হলে তো সবাই দেখবে। তখনই প্রমাণ হবে ভোগস নাকি সত্য।’ প্রসঙ্গত, সানাইয়ের বিয়ের খবর প্রকাশ হবার পর সাবেক প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গার সঙ্গে তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ছবিটিতে দেখা যায়- এক অনুষ্ঠানে জাতীয় পার্টির সাবেক প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গার তিনি উদ্বোধনের লাল ফিতা কাটছেন। সেই ছবিটিকে ঘিরেই চলছে এখন নানা আলোচনা। তবে সানাই বলেছেন, সেই দিনটাই ছিল রাঙ্গার সঙ্গে তার প্রথম ও শেষ দেখা।