চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের জন্য একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এ ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা এবং তাদের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশের জন্য আজ রাষ্ট্রীয় শোক দিবস পালন করা হবে। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এবং মন্ত্রিপরিষদ সচিবের নিয়মিত দায়িত্বে থাকা শামসুল আরেফিন স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রীয় শোক দিবস পালন উপলক্ষে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বা ভবন ও বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় সংসদে শোক প্রস্তাব রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ। গতকাল বিকালে সংসদে বৈঠকের শুরুতেই এ ঘটনায় হতাহতদের প্রতি শোক জানাতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী শোক প্রস্তাব উপস্থাপন করেন। স্পিকার বলেন, চকবাজারের ভয়াল অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৭ জনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। বহু লোক আহত হয়েছেন। ওই ঘটনায় মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। জাতীয় সংসদ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। সেই সঙ্গে অগ্নিকাণ্ডে আহত চিকিৎসাধীন ব্যক্তিদের সুস্থতা কামনা করছে। পরে শোক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে সংসদে গ্রহণ করা হয়। এর আগে গতকাল সকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরী চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের খোঁজ নিতে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটে গিয়েছিলেন।চিকিৎসক ও আহতদের স্বজনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন স্পিকার।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...