কামরাঙ্গীরচরে হেলে পড়েছে পাঁচতলা ভবন

রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকার একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে। ওই ভবন থেকে ইতিমধ্যে সব বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস। আজ সোমবার দুপুরে খলিফাঘাটের কাজীর গলিতে এ ঘটনা ঘটে বলে  নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা আবদুর রশিদ।  আবদুর রশিদ বলেন, ‘দুপুরে খবর পেয়েই আমাদের হাজারীবাগের ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভবনের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’ এই বিষয়ে জানতে চাইলে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির বলেন, ‘হেলে পড়া ভবনটি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। এখন ওই ভবনের আশপাশের ভবনগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে।’