ক্ষেতলালে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তোফাজ্জল হোসেন ওয়াজেদ (৩৬) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার ভোরে ক্ষেতলাল উপজেলার টাওশারা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি, গুলির খোসা, ম্যাগজিন ও বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তোফাজ্জল হোসেন ক্ষেতলাল উপজেলার উত্তর মহেশপুর সরকারপাড়া গ্রামের মৃত পল্লী চিকিৎসক আব্দুল ওয়াদুদের ছেলে। জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার আজমল হোসেন জানান, ক্ষেতলাল উপজেলা শহরে র‌্যাবের একটি দল ডিউটিতে ছিল। টাওশারা গ্রামে মাদক কেনাবেচার খবর পেয়ে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তোফাজ্জল হোসেন ওয়াজেদ নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।