ডাকসু নির্বাচনে ছাত্রজোটের প্যানেল ঘোষণা : ভিপি লিটন, জিএস বেনজির

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল চূড়ান্ত করেছে বাম সংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্রজোট ও সম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য। রোববার রাতে জোটের এক বৈঠকে এই প্যানেল চূড়ান্ত করা হয়। ভিপি প্রার্থী হিসেবে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী, জিএস ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি উম্মে হাবীবা বেনজির, এজিএস সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাবি শাখার সভাপতি সালমান সিদ্দিকীর নাম চূড়ান্ত করা হয়েছে। এ বিষয়ে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী বলেন, ‘আমাদের আলাপ-আলোচনা চলছে। সোমবার আনুষ্ঠানিকভাবে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে আমরা কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের পূর্ণ প্যানেল ঘোষণা করব।’