ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ছাত্রলীগের প্যানেল ঘোষণার একদিন পর একটি বিদ্রোহী প্যানেল ঘোষণা দিয়েছে ছাত্রলীগের একাংশ। আজ সোমবার বেলা ১১টার দিকে ঢাকা বিশ্বদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই প্যানেল ঘোষণা করা হয়। এই প্যানেলে ভিপি পদে লড়বেন ছাত্রলীগের বিগত কমিটির কেন্দ্রীয় সহ-সভাপতি সোহান খান, সাধারণ সম্পাদক পদে জহুরুল হক হলের সাবেক সাংগঠনিক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বুলবুল ও সহ-সাধারণ সম্পাদক পদে ছাত্রলীগের বিগত কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মোহাম্মদ রনি। তবে সংবাদ সম্মেলনে তারা তাদের বিদ্রোহী প্যানেল না বলার আহ্বান জানিয়েছেন। নিজেদের সাধারণ শিক্ষার্থী ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে দাবি করে তারা জানান, ছাত্রলীগের সঙ্গে তাদের কোনো সংঘর্ষ নেই। এর আগে, গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস যেখানে সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী রাখা হয়েছে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর পর আগামী ১১ মার্চ ডাকসুর পাশাপাশি হল ছাত্র সংসদের নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় ২৫ ফেব্রুয়ারি। প্রার্থী হওয়ার শেষ সময় ২ মার্চের পরদিন বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১১ মার্চ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত হলগুলোতে স্থাপিত ভোটকেন্দ্রে শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে ভোট দেবেন।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...