তাদের ‘অদৃশ্য ভালোবাসা’

‘অদৃশ্য ভালোবাসা’য় বাঁধা পড়লেন সময়ের জনপ্রিয় তিন অভিনয় শিল্পী। তারা হলেন আব্দুন নূর সজল, অপর্ণা ঘোষ ও ওমর আয়াজ অনি। যদিও সজল ও অনি এর আগে একসঙ্গে কাজ করেছেন বেশ কিছু নাটকে। তবে অপর্ণার সঙ্গে অনির এটাই প্রথম কাজ। ‘অদৃশ্য ভালোবাসা’ নাটকের সুবাদে একসঙ্গে হলেন এই তিন তারকা। এটি নির্মাণ করছেন সুজন বড়ুয়া। সম্প্রতি রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, ‘গল্পটা খুব চমৎকার। এটা শুধু বলার জন্যই বলা নয়, গল্পটা খুব ভালো লেগেছে। অপর্ণার সঙ্গে অনেক নাটকে অভিনয় করেছি। খুব ভালো একজন অভিনেত্রী সে। তার সঙ্গে কাজ করতেও স্বাচ্ছন্দ্যবোধ করি। অনি ভাইও ভালো একজন অভিনেতা। সব মিলিয়ে সুন্দর একটি কাজ করলাম।’ অপর্ণা বলেন, ‘ধন্যবাদ নির্মাতা সুজন বড়ুয়াকে, আমাদের তিনজনকে একসঙ্গে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। এখন তো অনেক নির্মাতাই দু’জনের উপর গল্প চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। বাজেটের কারণেই এ কাজটি বেশি করা হয়। আমাদের তিনজনকে নিয়ে ভালো একটি কাজ উপহার দেবার চেষ্টা করছেন নির্মাতা। আশা করি নাটকটি দর্শকের ভালো লাগবে।’ অনি বলেন, ‘সজল ও অপর্ণার সঙ্গে দারুণ কিছু সময় কেটেছে। গল্পটা বেশ ভালো। নির্মাতাও চেষ্টা করেছেন, কাজটি গুছিয়ে করতে। আর তাই কাজটি বেশ উপভোগ করেছি।’ নির্মাতা জানান, ‘অদৃশ্য ভালোবাসা’ নাটকটি খুব শিগগিরই প্রচার হবে।