বিমান ছিনতাইয়ের চেষ্টাকারীর পরিচয় পাওয়া গেছে। র্যাবের ক্রিমিনাল ডাটাবেজ অনুযায়ী তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান। মুফতি মাহমুদ খান বলেন, ‘গতকাল রোববার কমান্ডো অভিযানে নিহত বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টাকারীর ফিঙ্গার প্রিন্ট অনুসন্ধানে র্যাবের ক্রিমিনাল ডাটাবেজের একজন অপরাধীর তথ্যাদির সঙ্গে মিল পাওয়া যায়।’ তিনি জানান, ডাটাবেজে রক্ষিত তথ্য অনুযায়ী বিমান ছিনতাইয়ের চেষ্টাকারীর নাম মো. পলাশ আহমেদ, পিতা. পিয়ার জাহান সরদার, ঠিকানা. দুধঘাটা, পিরিজপুর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। উক্ত বিমানের পেসেঞ্জার লিস্ট অনুযায়ী, সে অভ্যন্তরীণ রুটের (ঢাকা-চট্টগ্রাম) যাত্রী ছিল। তার নাম উল্লেখ ছিল আহমেদ/ মো. পলাশ। তার সিট নং ছিল-17A. চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খি’ ছিনতাইয়ের চেষ্টা করেন বিমানটির এক যাত্রী। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটি ব্যর্থ করে দিয়েছে। রাত সোয়া ৭টার দিকে সেনা কমান্ডোদের অভিযানে সন্দেহভাজন ছিনতাইকারীকে আহত অবস্থায় আটক করা হয়। পরে সে মারা যায়। বার্তা সংস্থা রয়টার্স বলেছে, দুবাইগামী বিমান বাংলাদেশের একটি ফ্লাইট ছিনতাইয়ের চেষ্টার পর চট্টগ্রামে সেটি জরুরি অবতরণ করে। পরে সেনা কমান্ডোদের অভিযানে ছিনতাইকারী নিহত হন। বিমানে তখন ১৪২ যাত্রী ছিলেন।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...