সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় আফসার সরদার (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আরো দুই জন। রবিবার গভীর রাতে শহরের চায়না বাংলা শপিং কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আফসার সরদার আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের আরশাদ সরদারের ছেলে। গুরুতর আহতরা হলেন- ওই গ্রামের স্বপন দাশ (৩২) ও তার দাদি শাশুড়ি গীতা দাশ (৬০)। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ের একটি ক্লিনিক থেকে রাতে স্বপন দাশ ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে তার দাদি শাশুড়ি গীতা দাশকে নিয়ে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে চায়না বাংলা শপিং কমপ্লেক্সের সামনে পৌঁছালে পিছন দিক থেকে একটি ট্রাক ওভারটেক করার সময় তাদের বহনকারী মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে চালক আফসার সরদার গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত হন মোটরসাইকেল আরোহী স্বপন দাশ ও গীতা দাশ।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...