সিমলার বিষয়ে আগে কোনো অভিযোগ পায়নি পুলিশ

চট্টগ্রামে শাহ আমানত বিমান বন্দরে নিহত বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী পলাশ আহমেদের স্ত্রী চিত্রনায়িকা শিমলার বিষয়ে এর আগে থানায় কোনো অভিযোগ আসেনি বলে জানিয়েছে সোনারগাঁও থানা পুলিশ। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুজ্জামান  এর আগে তার এই বিষয়ে (স্ত্রী সিমলার) এমন কোনো অভিযোগ বা মামলা হয়নি এই থানায়।’ গতকাল রোববার ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা করেছিল পলাশ আহমেদ নামে এক যুবক। এরপর থেকে পলাশের সঙ্গে সিমলার প্রেমে ব্যর্থতা বা বিয়ে ভাঙার বিষয়টি সামনে আসে। সিমলার বর্তমান অবস্থানের বিষয়ে জানতে চাইলে ওসি মনিরুজ্জামান বলেন, ‘পলাশ তো এখানে থাকতো না। তাই এখানে তার তেমন কিছু খুঁজে পাওয়া যাবে না। তবে এলাকার মানুষ যেটা বলছে, পলাশ এলাকায় কম আসতো। এলাকার মানুষের সাথে মিশত কম।’ পলাশ সর্বশেষ কবে সিমলাকে নিয়ে গ্রামের বাড়ি গিয়েছিল জানতে চাইলে ওসি বলেন,‘সেটা সঠিকভাবে আমরা কিছুই বলতে পারছি না।’ পলাশের বাবা পিয়ার জাহান সরদারের দাবি, প্রায়  ৮ মাস আগে চিত্রনায়িকা সিমলাকে দ্বিতীয় বিয়ে করেছিল পলাশ। সাংবাদিকদের কাছে সিমলাও বিয়ের বিষয়টি স্বীকার করেছেন। মাত্র কয়েক মাসের প্রেম এবং বিয়ের ভাঙ্গন সম্পর্কে কোনো দিন কিছুই জানতে পারেনি পলাশের পরিবার। এমনকি এসব বিষয়ে কোনো দিন স্থানীয় থানা পুলিশের কাছে কোনো অভিযোগও করেনি পলাশ বা সিমলা। উল্লেখ্য, রোববার বিকেলে ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজ ছিনতাইকারীর কবলে পড়েছিল। এরপর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশের ওই ফ্লাইটটি ১৩৪ যাত্রী ও ১৪ ক্রু নিয়ে জরুরি অবতরণ করে। পরে কমান্ডো অভিযানে সন্দেহভাজন বিমান ‘ছিনতাই চেষ্টাকারী’ নিহত হয়।