সিমলা দ্বিতীয় স্ত্রী পলাশের, দাবি বাবার

ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজ ছিনতাই চেষ্টাকারী মো. পলাশ আহমেদের দ্বিতীয় স্ত্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সিমলা। এমনটা জানিয়েছেন নিহত পলাশের বাবা পিয়ার জাহান সরদার।  তিনি জানান, নায়িকা সিমলা তার ছেলের স্ত্রী। প্রায় ৮ মাস আগে তারা বিয়ে করেছিলেন। সিমলাও বিয়ের বিষয়টি নিজের মুখে স্বীকার করেছে। এর আগে, সিমলাকে নিয়ে গ্রামের বাড়িতে যান পলাশ। মাস খানেকে ব্যবধানে দ্বিতীয়বার সিমলাকে নিয়ে গ্রামে যান তিনি। ওই সময় পলাশ-সিমলা দু’জনেই তাদের বিয়ের কথা স্বীকার করেন। বিয়ে প্রসঙ্গে পিয়ার জাহান সরদার বলেন, ‘দ্বিতীয়বার যখন ওরা গ্রামে আসে, তখন আমি সিমলাকে বলেছি- “তোমার সঙ্গে আমার ছেলের বয়সের এত ব্যবধান, তারপরও আমার ছেলেটাকে তুমি কীভাবে বিয়ে করেছো? বিয়ে যেহেতু করেই ফেলেছো, আমার ছেলেটা যাতে ভালো হয়ে যায়, সে খেয়াল রেখো।”’ নিহত পলাশের বাবা পিয়ার জাহান সরদার আরও জানান, পলাশ তার অবাধ্য সন্তান ছিল। উচ্ছৃঙ্খল জীবনযাপন করতো। ঢাকায় গিয়ে নাচ-গান থেকে শুরু করে চলচ্চিত্র শিল্পে জড়িয়ে পড়ে সে। ‘কবর’ নামে একটি নাটক ও বেশ কয়েকটি গানের অ্যালবামও বের করে পলাশ। ওই সময়ই নায়িকা সিমলার সঙ্গে পলাশের পরিচয় হয়েছে বলে জানান তার বাবা। এর আগে, ২০১৪ সালে মেঘলা নামে এক মেয়েকে বিয়ে করেন পলাশ। সে সংসারে আড়াই বছর বয়সী আয়ান নামে একটি সন্তানও আছে তার। এদিকে, নিহত পলাশের সঙ্গে বিয়ে প্রসঙ্গে ‘ম্যাডাম ফুলি’খ্যাত নায়িকা সিমলার কোনো বক্তব্য পাওয়া যায়নি। গতকাল থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। পরিচিতজনরাও জানেন না তিনি কোথায় আছেন। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও দেখা মিলছে না তার। শোনা যাচ্ছে, তিনি দেশে নেই। বর্তমানে অবস্থান করছেন ভারতের মুম্বাইয়ে। সেখানে মীরা রোড এলাকায় বসবাস করছেন সিমলা। উল্লেখ্য, রোববার বিকেলে ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজ ছিনতাইকারীর কবলে পড়েছিল। এরপর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশের ওই ফ্লাইটটি ১৩৪ যাত্রী ও ১৪ ক্রু নিয়ে জরুরি অবতরণ করে। পরে কমান্ডো অভিযানে সন্দেহভাজন বিমান ‘ছিনতাই চেষ্টাকারী’ নিহত হয়।