সুন্দরবনে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে নিহত ৪

সুন্দরবনের ‌র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) সঙ্গে গোলাগুলিতে দস্যু আরিফ বাহিনীর প্রধানসহ চারজন নিহত হয়েছে।আজ সোমবার ভোর রাত থেকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে জংড়া খাল এলাকায় র‌্যাব-৮ এর একটি দলের অভিযানে তারা নিহত হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান আমাদের সময়কে বিষয়টি জানিয়েছেন। তবে অভিযান এখনও অব্যাহত রয়েছে…