আইটেম গান নিয়ে শ্রোতামহলে হাজির হচ্ছেন পুলিশ সার্জেন্ট দ্বীন ইসলাম। গানের শিরোনাম ‘ডার্লিং বেবি সোনা’। এমদাদ সুমনের কথায় এর সুর করেছেন মাসুম আর সংগীতে ছিলেন রাহুল মুৎসুদ্দী। সিডি চয়েস-এর ব্যানারে সম্প্রতি গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। দ্বীন ইসলাম বলেন, “মনের আকাশ ১’ ও ‘মনের আকাশ ২’ অ্যালবামে এত সাড়া পাবো তা ভাবিনি। তাই ‘মনের আকাশ ৩’ অ্যালবামের কাজ শুরু করেছি। এই অ্যালবামে বেশ কিছু গান রয়েছে। একেকটা গান, একেক রকম। এর মধ্যে এবারই প্রথম আইটেম গান করলাম। গানের সঙ্গে সামঞ্জস্য রেখে মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। ভিডিওতেও ভিন্নতা আনার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি, তার বিচার করবে দর্শক।” শিল্পী আরও জানান, ‘ডার্লিং বেবি সোনা’ গানের মডেল হিসেবে অভিনয় করেছেন রিফাত ও সানজু। পাশাপাশি অংশ নিয়েছেন এক ঝাঁক নৃত্যশিল্পী। শিগগিরই গানটির ভিডিও প্রকাশ হবে সিডি চয়েস মিউজিক-এর ইউটিউব চ্যানেলে।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...