রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ আগুন লাগার ঘটনায় পাঁচদিন পর আনোয়ার হোসেন ও সোহাগ মিয়া নামে আরও দুজন মারা গেছেন। এ নিয়ে আগুনের ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়ালো ৬৯ জনে। গতকাল সোমবার রাত ১০টা ২০ মিনিটে এবং দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিতিৎসাধীন অবস্থায় তারা মারা যান। বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার রাত ১০টা ২০ মিনিটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারের মৃত্যু হয়। এর পর রাত পৌনে ২টার দিকে মারা যান সোহাগ মিয়া। নিহত দুজনের মধ্যে আনোয়ার হোসেনের পরিচয় পাওয়া গেছে। তিনি পেশায় রিকশাচালক। তার বাড়ি রাজবাড়ী জেলার রায়নগর গ্রামে। কামরাঙ্গীরচরের ছাতা মসজিদের পূর্বপাশে স্ত্রী হাজেরা বেগম এবং তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতেন আনোয়ার।চিকিৎসকরা জানিয়েছেন, ৫৫ বছর বয়সী আনোয়ারের দেহের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল আর সোহাগের শরীরের ৬০ শতাংশ।চিকিৎসাধীন বাকি সাতজনের খবর জানতে চাইলে ডা. সামন্ত লাল বলেন, ‘একজনও আশঙ্কামুক্ত নন।’ বার্ন ইউনিটে ভর্তি থাকা বাকি সাতজনের মধ্যে আইসিইউতে থাকা রেজাউলের (২১) শরীরের ৫১ শতাংশ, জাকিরের (৩৫)৩৫ শতাংশ এবং মোজাফফরের (৩২) শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া ওয়ার্ডে থাকা হেলালের (১৮) শরীরের ১৬ শতাংশ, সেলিমের (৪৪) শরীরের ১৪ শতাংশ, মাহমুদুলের (৫২) শরীরের ১৩ শতাংশ এবং সালাহউদ্দিনের (৪৫) শরীরের ১০ শতাংশ পুড়েছে।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...