চুড়িহাট্টা ট্র্যাজেডি : নিহতের সংখ্যা বেড়ে ৬৮

পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিদগ্ধ একজন পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন। গতকাল সোমবার আনোয়ার হোসেন নামে ওই ব্যক্তির মৃত্যুতে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ৬৮ জনে দাঁড়াল। গত ২০ ফেব্রুয়ারি অগ্নিকাণ্ডের পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে অন্য ৮ জনের সঙ্গে ভর্তি ছিলেন আনোয়ার। ৫৫ বছর বয়সী আনোয়ারের দেহের ৬০ শতাংশ পুড়ে যায় বলে জানিয়েছেন চিকিত্সকরা। বার্ন ইউনিটের প্রফেসর ডা. নওজেশ খান বলেন, গতকাল রাত ১০টা ২০ মিনিটে আইসিইউতে চিকিত্সাধীন অবস্থায় আনোয়ারের মৃত্যু ঘটে। রিকশাচালক আনোয়ারের বাবার নাম আলী হোসেন। তার বাড়ি রাজবাড়ী জেলার রায়নগর গ্রামে। কামরাঙ্গীরচরের ছাতা মসজিদের পূর্বপাশে স্ত্রী হাজেরা বেগম এবং তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতেন আনোয়ার। একমাত্র মেয়ে বীথির আবদারে তার জন্য বিরিয়ানী কিনতে সেদিন চকবাজারে গিয়েছিলেন তিনি। পরিবারে আনোয়ারই ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। প্রফেসর ডা. নওজেশ খান বলেন, পাঁচজনের অবস্থা আশঙ্কামুক্ত। মঙ্গলবার তাদের ছেড়ে দেওয়া হবে। এর বাইরে আর তিনজন চিকিত্সাধীন থাকবেন। তারা হলেন, জাকির, রেজাউল ও সোহাগ।