মুশফিকের বদলি হিসেবে প্রস্তুত হচ্ছেন লিটন দাস

ইনজুরির কারণে প্রথম টেস্টের একাদশে মুশফিকুর রহিমের না থাকা প্রায় নিশ্চত। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মুশফিকুর রহিমের বিকল্প হিসেবে লিটন দাসকে প্রস্তুত করে হচ্ছে বলে জানিয়েছেন কোচ স্টিভ রোডস। নিউজিল্যান্ডের সঙ্গে ওয়ানডে ম্যাচ চলাকালীন পাঁজরের পুরোনো ব্যথাটার সঙ্গে যোগ হয়েছে কব্জির ইনজুরি। তখনই শঙ্কা জেগেছিল প্রথম টেস্টে খেলা হচ্ছে না মুশফিকের। টেস্ট শুরুর দুদিন আগে তাই বিষয়টি প্রায় নিশ্চিত করেছেন কোচ স্টিভ রোডস। কোচ বলেন, ‘মুশফিককে নিয়ে এখনও অনেক শঙ্কা রয়েছে। তার জায়গায় ব্যাটিং ও উইকেট রক্ষকের জন্য লিটনকে প্রস্তুত করছি। যদিও ইনজুরির কারণে একাদশে ভারসাম্য আনাটা কঠিন হয়ে যায়।’ তবে সেই কঠিন কাজকে আরও চ্যালেঞ্জ করে তুলেছে অনভিজ্ঞ পেস বোলিং অ্যাটাক। মোস্তাফিজ ছাড়া রাহি, খালেদ মিলে খেলেছেন মোটে ৪ টেস্ট।স্টিভ রোডস বলেন, ‘বাংলাদেশের বোলারাও বাউন্সিং উইকেটে খেলেছে। তবে ওদের লম্বা ব্যাটসম্যানদের বিপক্ষে আমাদের বোলাররা উচ্চতায় একটু ছোট হয়ে যায়। তবে দেখেন টেস্টের জন্য ক্রিকেটাররা কিন্তু লম্বা সময় ধরে প্রস্তুতি নিয়েছে। আমার মনে হয় তারা একেবারেই প্রস্তুত।’আগামী ২৮ তারিখ থেকে হ্যামিলটনে শুরু হবে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। বাকি দুই ম্যাচ হবে মার্চের ৮ তারিখ ও ১৬ তারিখ। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায়।