রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০ পিস স্বর্ণের বারসহ মাসুদ খান (৫৮) নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস। সোমবার সকালে তাকে বিমানবন্দর থেকে আটক করা হয়। ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অথেলা চৌধুরী এ তথ্য জানিয়েছেন। জানা যায়, মাসুদ খান নামের ওই যাত্রীর বাড়ি জামালপুর। বিজি০৮৭ ফ্লাইটে করে কুয়ালালামপুর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। অথেলা চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীকে অনুসরণ করা হয় এবং গ্রিন চ্যানেল অতিক্রমের পরে যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোনোপ্রকার শুল্ক-কর আরোপযোগ্য পণ্য থাকার বিষয়ে অস্বীকার করেন। পরে যাত্রীকে আর্চওয়ে মেটাল ডিটেক্টরে পরীক্ষা করলে যাত্রীর শরীরে ধাতব পদার্থের অস্তিত্ব পাওয়া যায়। ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার জানান, অধিকতর নিশ্চিত হওয়ার জন্য যাত্রীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে এক্সরে করা হলে যাত্রীর রেক্টামে স্বর্ণের অস্তিত্ব নিশ্চিত হওয়া যায়। পরবর্তীতে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। দি কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ ও স্পেশাল পাওয়ার অ্যাক্ট-১৯৭৪ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ওই যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান অথেলা চৌধুরী। প্রসঙ্গত, সম্প্রতি বিভিন্ন পরিমাণে স্বর্ণের চালান উদ্ধার করা হলেও যাত্রীর রেক্টাম থেকে উদ্ধার করা স্বর্ণের চালানের মধ্যে এটি সর্বোচ্চ।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...