সাভারের আশুলিয়ায় অজ্ঞাত (২১) এক নারীর হাত-পা ও মাথাবিহীন বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে আশুলিয়ার কাঠগড়ার পালোয়ানপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুরে স্থানীয়রা ওই এলাকায় অজ্ঞাত এক নারীর বস্তাবন্দী লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়। পুলিশের ধারণা, ওই নারীকে অন্য কোথাও দুর্বৃত্তরা হত্যা করে লাশ গুম করতে বস্তায় ভরে এখানে ফেলে গেছে। এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, নিহত ওই নারীর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এ ছড়া হত্যাকারীদের খুঁজে বের করারও চেষ্টা চলছে।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...