‘সাড়ে তিন মাস ধরে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে না’

নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা না করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাড়ে তিন মাস ধরে খালেদা জিয়াকে কোনো চিকিৎসা দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। আজ মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা না করালে খালেদা জিয়ার জীবনের প্রতি হুমকি আসবে। তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।’ সাড়ে তিন মাস ধরে খালেদা জিয়াকে কোনো চিকিৎসা দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘গত প্রায় সাড়ে তিন মাস দেশনেত্রীর যে অসুখ, যে অসুখে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সেই অসুখগুলো তার আরও বেড়ে গেছে।’ কারাগারে যাওয়ার সময় খালেদা জিয়া সুস্থ ছিলেন দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘কারাগারে যাওয়ার সময় সুস্থ ছিলেন খালেদা জিয়া। বারবার বলার পরও চিকিৎসা দেয়নি সরকার। তিন মাসে খালেদা জিয়ার অসুস্থতা আরও বেড়েছে।’