আজও সারা দেশে বৃষ্টি, বন্দরে সতর্কতা

পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপের কারণে আজ বৃহস্পতিবারও সারা দেশে বৃষ্টি ঝরবে। এ কারণে বন্দরে সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, রাজধানীসহ সারা দেশে আজ বৃষ্টিপাত থাকবে। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে। তবে সন্ধ্যার পর থেকে এটি ক্রমশই কেটে যাবে। তবে শুক্রবার থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে। এদিকে লঘুচাপের কারণে ঢাকা ও দেশের দক্ষিণাঞ্চলের নদী বন্দরগুলোকে দুই নম্বর সতর্ক সংকেত এবং অন্য নদী বন্দরগুলোকে এক নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া কক্সবাজার ও দেশের সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পশ্চিমা লঘুচাপের প্রভাবেই দেশের আবহাওয়ার বর্তমান এই অবস্থা বলে জানিয়েছেন আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।