আজম খানকে নিয়ে ভক্তর গান

পপ সম্রাট ও বীর মুক্তযোদ্ধা আজম খানের জন্মদিন আজ। জন্মদিনের শুভক্ষণে প্রিয় শিল্পীকে স্মরণ করলেন তার এক ভক্ত। গাইলেন তাকে নিয়ে গান। ‘আমি আমার মনে মনে গাইছি একটা গান/ আমি জানি এই গানটা শুনছেন আজম খান/ আমার গানে ঘাসের কথা পাতার কথা থাকে/ হারানো দিন পুরনো রাত কাঁটার কথা থাকে/ আমার গানে আজম খানের হাত ধরে দাঁড়ান/ জিম মরিসন পিট সিগারের সঙ্গে বব ডিলান’ কথার এই গানটি লিখেছেন ধ্রুব এষ। ‘গুরু’ শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন সৌর। গানটি প্রসঙ্গে সৌর বলেন, ‘বাংলা ব্যান্ডের ইতিহাস লিখতে গেলে, আজম খানের নাম লিখতেই হবে। এই মানুষটি বাংলা গানে নতুন এক অধ্যায় যুক্ত করেছেন। তারুণ্যের মাঝে ছড়িয়ে দিয়েছেন গানের উন্মাদনা। তার প্রশংসা করে শেষ করা যাবে না। দেশ ও গানের জন্য তার ত্যাগ অপরিসীম। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের এই নিবেদন।’ ‘গুরু’ গানের সাউন্ড ডিজাইন, মিক্স ও মাস্টারিং করেছেন রেজাউল করিম লিমন। আজ বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটির ভিডিও।