ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে ৪১ নম্বর ওয়ার্ডে একজন কাউন্সিলর পদপ্রার্থীর সব এজেন্টকে একঘরে আটকে রেখে সিল মারার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সাঁতারকুল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও কাউন্সিলর প্রার্থী ডা. আব্দুল মতিন এ অভিযোগ করেন। সাঁতারকুলে এক ভোটকেন্দ্রে আব্দুল মতিন বলেন, ‘এখানে যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন তারা ক্ষমতাবলে আমার যারা এজেন্ট আছে তাদের একঘরে নিয়ে বন্দী করে রাখা রেখেছেন। আমাকেও কোনো কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে প্রার্থী হিসেবে সব কেন্দ্র ঘুরে দেখার অধিকার আমার আছে। ’ এজেন্টদের আটকের বিষয়ে তিনি আরও বলেন, ‘আমি নিজে দেখে এসেছি এবং ম্যাজিস্ট্রেট সাহেবকে আমি অনেক রিকোয়েস্ট করেছি। প্রিজাইডিং অফিসারকেও আমি রিকোয়েস্ট করেছি তারাও কোনো ব্যবস্থা করতে পারছে না। আমি নিজে দেখে এসেছি। আমার এজেন্টদের ম্যাজিস্ট্রেট সাহেবদের নির্দেশে একরুমে আটকে রেখে তারা নিজের হাতে সিল মারছে। ’ কাউন্সিলর এই পদপ্রার্থী বলেন, ‘আমি রিটার্নিং অফিসারকে জানিয়েছি, অ্যাসিটেন্ট রিটার্নিং অফিসারকে জানিয়েছি। প্রশাসনসহ আমার লেভেলের সকল কর্মকর্তাদের আমি জানিয়েছি। কিন্তু এই পরিস্থিতির এখনও উত্তরণ ঘটেনি। ’ এজেন্ট বিরুদ্ধে কী অভিযোগ- এমন এক প্রশ্নের জবাবে এই প্রার্থী বলেন, ‘তারা নাকি উত্তেজিতভাবে কথা বলছে। এটা মিথ্যা কথা। তারা সকাল বেলা যখন কেন্দ্রে ঢুকেছে তখনই তাদের বের করে দেওয়া হয়েছে। ’ এ সময় বিকল্প এজেন্ট দিতে চাইলেও তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন এই প্রার্থী। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচনে কোনো পোলিং এজেন্ট মোবাইল ব্যবহার করতে পারবে না। কিন্তু কয়েকজনের কাছে আমরা তা পেয়েছি। এ কারণে সাময়িকভাবে আমরা তাদের দায়িত্ব থেকে বিরত রেখেছি। এখন আমরা আইনগত বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নেব।’ বিকল্প পোলিং এজেন্ট দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আগে আইনগতভাবে ডিসপোজাল দিব। তারপর আইন যেটা বলবে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। ’
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...