হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম ইকবাল। এর পরও ভালো অবস্থানে নেই বাংলাদেশ। সবশেষ পাওয়া খবরে ৫ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ১৮০ রান। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ২৪ রানে ট্রেন্ট বোল্টের শিকার হোন ওপেনার সাদমান। পরে ২য় উইকেটে তামিমের সাথে ৬৪ রানের জুটি গড়েন মুমিনুল হক। ব্যক্তিগত ১২ রানে কিউই পেসার ওয়াগনারের বলে প্যাভিলিয়নে ফেরেন মুমিনুল। এর পর মোহম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে ক্যারিয়ারের নবম শতক তুলে নেন তামিম। মিডল অর্ডারে দাঁড়াতে পারেননি ওয়ানডে সিরিজের সেরা ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন। ৮ রানেই ওয়াগনারের বলে ক্যাচ দেন তিনি। টিকতে পারেননি সৌম্য সরকারও। পরে তামিমকে সঙ্গ দেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে ব্যক্তিগত ১২৬ রানে অদ্ভুতুরে এক শটে নিজের উইকেট বিলিয়ে দেন সেঞ্চুরিয়ান তামিম ইকবাল।আজকের ম্যাচে অবশ্য চকবাজার অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে ও পুরস্কার প্রাপ্ত সাবেক ক্রিকেটার ও কোচ সৈয়দ আলতাফ হোসেনের মৃত্যুতে কালো আর্ম ব্যান্ড পরেছে বাংলাদেশ।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...