বৃষ্টি উপেক্ষা করে চলছে কালীগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনের ভোটগ্রহণ। গত কয়েক দিনে থেমে থেমে বৃষ্টির হচ্ছে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে। এরমধ্যে আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে প্রথম শ্রেণির এই পৌরসভার ১৯ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। গত বছর ২২ সেপ্টেম্বর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মকছেদ আলী বিশ্বাস হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় মেয়র পদটি শূন্য হয়ে যায়। সকালে কেন্দ্রগুলোতে গিয়ে দেখা যায় কোনো ভোটার নেই। বৃষ্টির কারণে ভোটাররা এখনো কেউ কেন্দ্রে আসেনি বলে জানা গেছে। অনেকে ভোটের প্রতি আগ্রহ নেই বলেও জানিয়েছেন। নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আশরাফুল আলম আশরাফ নৌকা প্রতীক এবং কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু মোবাইল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া এনামুল হক ইমান নামে এক ব্যক্তি নারিকেল গাছ প্রতীক নিয়ে ভোটে অংশ নিলেও তা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রত্যাহার করে নেয়। উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান জানান, কালীগঞ্জ পৌরসভার এবার মোট ভোটার ৩৮ হাজার ৫শ ৮৮ জন। কেন্দ্র রয়েছে ১৯টি। এছাড়া নির্বাচনে ৯ জন মেজিস্ট্রেটের নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা দ্বায়িত্ব পালন করছেন।
সর্বশেষ
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দর্পন টিভি - 0
সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে...