বৈঠকে দুর্বৃত্তের গুলি, যুবলীগ কর্মী নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় হেলমেটধারী দুর্বৃত্তদের গুলিতে আব্দুল খালেক (৪২) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদের ভাতিজা চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খান কয়েকজন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীকে নিয়ে নির্বাচন সংক্রান্ত বৈঠক করছিলেন। রাত সাড়ে ১১টার দিকে ২০-২৫টি মোটরসাইকেলে হেলমেটধারী ব্যক্তি ইউনিয়ন পরিষদ ভবনের জানালা দিয়ে অন্তত ১৫ রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এতে পরিষদের ভেতরে থাকা যুবলীগ কর্মী আব্দুল খালেকের পেটে কয়েকটি গুলি লাগলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। শরীরের বিভিন্ন স্থানে গুলি লেগে আওয়ামী লীগ নেতা আনার আলী, যুবলীগ কর্মী মুসলিম ও দেওয়ানগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি রুবেলসহ পাঁচজন গুরুতর আহত হন। তাদেরকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে জামালপুর সদর হাসপাতালে রেফার্ড করেন। দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আমিনুল ইসলাম আমাদের সময়কে বলেন, ‘ঘটনাস্থল থেকে আব্দুল খালেক নামে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’